Posts

Showing posts with the label বাংলা প্রযুক্তি

টুইটারে সরাসরি মেসেজ করা যাবে কাউকে

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এ কিছু দিনের মধ্যেই মেসেজ বাটন যোগ করা হবে, বলে জানিয়েছে টুইটার ।  এটি একটি সম্পূর্ণ নতুন ফিচার টুইটার এ । মেসেজ ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা নিরিক্ষা চলছে  বলে জানা যায়  টেকক্রাঞ্চ  থেকে ।  টুইটারে সরাসরি মেসেজ করা যাবে কাউকে   বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে গ্রাহকের টুইট এর মাধ্যমে যোগাযোগ কমাতে , সরাসরি ব্যবসা  প্রতিষ্ঠানকে মেসেজ করা বা গ্রাহক কে সরাসরি মেসেজ দিতে উৎসাহিত করার জন্যেই মূলত এই ফিচার টি যোগ করা হবে টুইটার এ ।  টেকক্রাঞ্চ এর প্রতিবেদন অনুযায়ী , বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান টুইটার ব্যবহার করে থাকে , এবং  নিজেদের পণ্য প্রচার প্রসার এর জন্যে এড  দিয়ে থাকে টুইটার এ । এক্ষেত্রে গ্রাহক তাদের সাথে যোগাযোগ করার জন্যে টুইট করেন , যা ব্যবসা প্রতিষ্ঠান এর ভাবমূর্তি নষ্ট করে । এজন্য টুইট কমিয়ে ডাইরেক্ট মেসেজ বাটন যোগ করা হচ্ছে টুইটার এ । টুইট বাটন এর সাথেই থাকবে মেসেজ বাটন ।  ধন্যবাদ পরের বাংলা প্রযুক্তির পোস্ট পরার অনুরোধ রইল । 

নাসা অফিসিয়াল ভাবে একটি এরিয়েল ড্রোন পাঠাচ্ছে টাইটান এ , স্বপ্ন সত্যি হতে চলেছে নাসার ।

Image
সাম্প্রতিক নাসা একটি দারুন উত্তেজনাপূর্ণ মিশন অনুমোদন করেছে , যে তারা টাইটানের এলিয়েন পৃষ্টের উপরে ক্ষুদ্র বিমানবাহী ড্রোন পাঠাবে । ড্রোন টির নাম রাখা হয়েছে ড্রাগনফ্লাই । এই মিশনটি ২৭-০৬-২০১৯ তারিখে প্রেস কনফারেন্স এ ঘোষণা করে নাসা । নাসা আশা করতেছে এই মিশনটি শুরু করবে ২০২৬ নাগাদ । দুঃখের সংবাদ আমাদের এই মিশন এর জন্যে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত । ড্রাগন ফ্লাই