Youtube মনিটাইজেশন কেন ডিসেবল হয় ?

আসসালামু আলাইকুম আমি আশিক আপনাদের সাথে আলোচনা করবো কেন আপনি আপনার 

সাধের Youtube চ্যনেল এর  মনিটাইজেশন হারাতে পারেন ।

ইউটিউবে যারা অনেক কষ্ট করে কাজ করে  মনিটাইজেশন পাইছেন তারাই বুঝেন কত ঝামেলা পোহাতে হয় মনিটাইজেশন পেতে । কিন্তু বাংলায় একটা কথা আছে , স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন । তো চলুন জেনে নেই ঠিক কি কি কারনে আপনার চ্যনেল এর মনিটাইজেশন চলে যেতে পারে ?
Youtube মনিটাইজেশন কেন ডিসেবল হয় ?
Youtube মনিটাইজেশন কেন ডিসেবল হয় ? 


নিজের এড এ নিজেই ক্লিক করলে এটা INVALID CLICK Activity হিসেবে ধরা হয় । এ কাজ টা কখনই করা যাবেনা । নতুন নতুন মনিটাইজেশন পাইছেন ভাবলেন আরে ক্লিক করলেই তো টাকা হচ্ছে একটা ক্লিক আমি করি , এটা করলে আপনার মনিটাইজেশন যাবে। আপনি যদি আইপি এড্রেস পাল্টান তারপর ক্লিক করেন এটাও গুগল ধরে ফেলতে পারবে।এবং আপনার মনিটাইজেশন হারাবে। আপনি কাউকে মেসেজ দিলেন আপু/ভাইয়া এটা আমার চ্যনেল লিঙ্ক এখানে গিয়ে আমার ভিডিও দেখে একটা এড এ ক্লিক দিয়ে দিয়েন প্লিজ । এটাও গুগল ধরে ফেলবে এবং আপনি হারাবেন আপনার মনিটাইজেশন । এডাল্ট কন্টেন্ট , হারম্ফুল কন্টেন্ট এইসব ভিডীও বানালে আপনার সাধের মনিটাইজেশন হারাবেন ।। 

Comments

Popular posts from this blog

Free Captcha Software 2020 Work on Many Server

Electic iron repair problem and solution

Legit Captcha Work Still Paying On November 2020