Youtube মনিটাইজেশন কেন ডিসেবল হয় ?
আসসালামু আলাইকুম আমি আশিক আপনাদের সাথে আলোচনা করবো কেন আপনি আপনার
সাধের Youtube চ্যনেল এর মনিটাইজেশন হারাতে পারেন ।
ইউটিউবে যারা অনেক কষ্ট করে কাজ করে মনিটাইজেশন পাইছেন তারাই বুঝেন কত ঝামেলা পোহাতে হয় মনিটাইজেশন পেতে । কিন্তু বাংলায় একটা কথা আছে , স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন । তো চলুন জেনে নেই ঠিক কি কি কারনে আপনার চ্যনেল এর মনিটাইজেশন চলে যেতে পারে ?
Youtube মনিটাইজেশন কেন ডিসেবল হয় ? |
নিজের এড এ নিজেই ক্লিক করলে এটা INVALID CLICK Activity হিসেবে ধরা হয় । এ কাজ টা কখনই করা যাবেনা । নতুন নতুন মনিটাইজেশন পাইছেন ভাবলেন আরে ক্লিক করলেই তো টাকা হচ্ছে একটা ক্লিক আমি করি , এটা করলে আপনার মনিটাইজেশন যাবে। আপনি যদি আইপি এড্রেস পাল্টান তারপর ক্লিক করেন এটাও গুগল ধরে ফেলতে পারবে।এবং আপনার মনিটাইজেশন হারাবে। আপনি কাউকে মেসেজ দিলেন আপু/ভাইয়া এটা আমার চ্যনেল লিঙ্ক এখানে গিয়ে আমার ভিডিও দেখে একটা এড এ ক্লিক দিয়ে দিয়েন প্লিজ । এটাও গুগল ধরে ফেলবে এবং আপনি হারাবেন আপনার মনিটাইজেশন । এডাল্ট কন্টেন্ট , হারম্ফুল কন্টেন্ট এইসব ভিডীও বানালে আপনার সাধের মনিটাইজেশন হারাবেন ।।
Comments