ফ্রি ব্লগ তৈরী করার নিয়ম
ব্লগিং এমন একটা প্লাটফর্ম যেখানে লেখা লেখির মাধ্যমে আয় করা যায় । লেখা লেখি করতে ভালো লাগলে অবশ্যই তার ব্লগিং শেখা উচিত । এই পোষ্ট এ আমি বিস্তারিত আলোচনা করবো কীভাবে ব্লগিং শুরু করা যায় তাও আবার ফ্রী তে ? বিশ্বাস করুন টাকা ছাড়াও ব্লগিং করা যায় আপনারা যে এড দেখতে পাচ্ছেন এগুলি গুগলের এডস । আমার এই ব্লগ টি সম্পূর্ণ ফ্রি এবং আমি কোন খরচ করিনি । আমি পারলে আপনারা কেন পারবেন না ? আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো লেখতে পারেন আমি একটু চেষ্টা করি আড়কি ? তো বেশি বক বক না করে শুরু করায় ভালো । ব্লগিং শুরু করার আগে ব্লগ সম্পর্কে কিছু জানা তো প্রয়োজন তাইনা ? বাংলা ব্লগ মূলত শুরু হয় ২০০৫ এর দিকে । প্রথম ব্লগ এর নাম হচ্ছে সামহোয়্যার ইন ব্লগ । শুরুতে অতটা জনপ্রিয় না হলেও পরে অনেক ভালো ভাবে জনপ্রিয় হয়ে উঠে বাংলাদেশেও ব্লগিং । আর ২০২১ এ তো ওনেক ব্লগ ভালো আয় করছে ব্লগিং করে । কিভাবে ব্লগিং শুরু করবো ? ব্লগ শুরু করতে অনেক কিছুর দরকার হয়না, একটি ছোট খাটো মোবাইল অথবা কম্পিঊটার আর লেখা লেখির ইচ্ছা থাকলেই হয় । জনপ্রিয় দুটি ব্লগিং করার উপায় হচ্ছে এখন ব্লগার এবং ওয়ার্ডপ্রেস । ব্লগিং করার জন্য শুরুত